ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

60

আজকে জেনে নিন ঘরে বসেই ঘরোয়া পদ্ধতিতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় সম্পর্কে, দৈনন্দিন জীবনে ব্যবহার করে দেখুন অল্পদিনেই আপনার ত্বক সুন্দর ও মসৃণ হয়ে উঠবে।

উজ্জ্বল দাগহীন কোমল সুন্দর ও মসৃণ ত্বক আমাদের সবারই ভালো লাগে। ধুলাবালি, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর পরিবেশ, এর জন্য আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা যায়। দৈনন্দিন জীবনে কাজের চাপে অথবা সময়ের অভাবে বেশিরভাগ সময় আমরা পার্লারে যেতে পারি না।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায়

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় – এক্ষেত্রে আমরা আপনাকে সাজেশন করব আপনারা আমাদের দৈনন্দিন জীবনের খাবারের গুরুত্বপূর্ণ পাঁচটি আইটেম এর সাহায্যে ঘরোয়া উপায়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারবেন সেগুলো আমরা নিচে তুলে ধরলাম

  • পাতি লেবুর রস
  • মসুর ডাল
  • খাঁটি মধু
  • কলা ও দুধ
  • কাঁচা শসা ও লেবুর রস

পাতি লেবুর রস

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় – পাতিলেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে অনেকেই ব্যবহার করেন। কিন্তু সরাসরি লেবুর রস ত্বকে লাগানো যাবেনা। এর প্রভাবে ত্বকে তীব্র জ্বালা পোড়া ভাব ও নানা ধরনের সাইডিফেক্ট হতে পারে। তাই সরাসরি লেবুর রস না লাগিয়ে তার সাথে অন্য কিছু মিশিয়ে লাগাতে পারেন।

যেমন: এক চামচ লেবুর রসের সাথে এক চামচ চিনি মিশিয়ে সার্কুলার মোশনে মেসেজ করুন। চিনি গলে গেলে মুখ ধুয়ে ফেলুন। লেবুর রস ব্যবহার করার পর যে কোন ময়েশ্চারাইজার লাগিয়ে নিবেন। পাতি লেবুর রস অতিরিক্ত তেল দূর করে এবং ত্বকের উজ্জলতা বৃদ্ধি করে।

মসুর ডাল

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় – মসুর ডাল ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে সাহায্য করে। মসুর ডাল বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভেজা মসুর ডাল বেটে একটি ঘন পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটা অত্যন্ত ত্বক ফর্সা করার জন্য কার্যকরী উপাদান।

খাঁটি মধু

মধু এমন একটি প্রাকৃতিক উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক নরম রাখে। বলিরেখা ও কালচে ভাব দূর করে। এছাড়া ব্রণের জীবাণু ধ্বংস করতে বেশ কার্যকর। খুব কম সময়ে উজ্জ্বল ত্বক পেতে চাইলে, মধুর কোন বিকল্প নেই। মধু সরাসরি মুখে লাগাতে পারেন। কিন্তু বেশি ফলাফল পেতে হলে, মধুর সাথে দই, কলা, পেঁপে, লেবুর রস এসবের যেকোনো একটি মিশিয়ে লাগাতে পারেন। বা এগুলো একসাথে লাগাতে পারেন।

কলা ও দুধ

অল্প সময়ে ত্বক উজ্জল করতে কলার বিকল্প নেই। তার সাথে যদি দুধ কাজে লাগানো হয়, তাহলে তো কথাই নেই। একটা কলা কে চটকে নিয়ে তাতে পরিমাণমতো দুধ মিশিয়ে মুখে লাগাতে হবে। তবে খেয়াল রাখবেন যেন একেবারেই দুটি মিশে যায়। তাহলে অনেক ভালো কাজে দেবে।

কাঁচা শসা ও লেবুর রস

শসা ত্বকের উজ্জলতা বৃদ্ধি করতে অনেক ভালো কাজ করে। 3 টেবিল চামচ শশার রসের সঙ্গে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখবন্ধ এমন একটি কাঁচের বয়ামে মিশ্রণটি সংরক্ষণ করুন। দিনে কয়েকবার এই মিশ্রণ মুখে ব্যবহার করুন। এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। এবং ত্বককে কোমল রাখবে।

এই 5 টি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির উপায় এর যেকোনো একটি টানা একমাস বা তার বেশি সময় ব্যবহার করলে, আপনার ত্বক অতি সুন্দর ও লাবণ্যময় হয়ে উঠবে।

Note: বাংলা ফেসবুক স্ট্যাটাস, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, টিপস-এন্ড-ট্রিকস বাংলা, অনলাইন ইনকাম, টেকনোলজি, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা, বাংলা ভাষায় সরাসরি আপডেট পেতে, এই ওয়েবসাইটটি গুগোল নিউজ ফলো করুন। সকল আপডেট গুলো, সবার আগে পেতে, এই লিঙ্কে ক্লিক করুন। Google news link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here