জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

59

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া  – মুসলমান ভাই বোনদের প্রতি শুভ জন্মদিন স্ট্যাটাস
জানাতে আমাদের লেখা এই স্ট্যাটাস গুলো ব্যবহার করতে পারবেন। এগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মাধ্যমে প্রিয় মুসলমান ভাই বোন কে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া জানাতে পারবেন।

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

হে আল্লাহর বান্দা
জন্মদিনে জানাই তোমায় হাজারো সুখের অভিবাদন
ভালো থেকো প্রতিটি ক্ষণে একটিই শুধু আশা
জন্মদিনে নিও আমার অনন্ত ভালোবাসা।

সৃষ্টিকর্তার অপার সৃষ্টি তুমি।
আল্লাহ তোমাকে অপার সৌন্দর্য দিয়ে গড়েছেন।
তোমার জীবন আল্লাহপাক সফল্য ও সম্ভাবনাময় করে তুলুন।
আজকের দিনটা আরো শত বার আসে যেন তোমার জীবনে।
আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এই কামনাই করি- শুভ জন্মদিন।

দুনিয়ার রং তোমাকে বারবার মোহিত করবে
দুই দিনের এই দুনিয়ার ফাঁদে পা না দিয়ে
সারা জীবনই সেই আল্লাহর দাসত্ব করো
তিনি তোমাকে আজ এই পৃথিবী
দেখার তৌফিক দান করেছিলেন
ভালো মানুষ এবং একজন ঈমানদার ব্যক্তি
হিসেবে নিজেকে গড়ে তুলো
শুভ জন্মদিন।

আজ বাতাসে সুবাসিত সিগ্নতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলেদুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে,
আজ আমার কাছের মানুষের জন্মদিন,
শুভ জন্মদিন।

আল্লাহতায়ালা তোমাকে এই দিনে
পৃথিবীর আলো দেখার তৌফিক দান করেছিলেন
একজন আশরাফুল মাখলুকাত হিসেবে
এখন পর্যন্ত তুমি একজন খাঁটি মুমিন
দুনিয়ার মায়া ত্যাগ করে
একজন ঈমানদার ব্যক্তি হিসেবে
যেন আজীবন বেচে থাকতে পারো
এই কামনাই করি। শুভ জন্মদিন।

এই সুখের দিনটি আপনার
জীবনে বার বার ফিরে আসুক
আনন্দের বার্তা নিয়ে
এই দোয়া কামনা করে
আপনাকে জানাই শুভ জন্মদিন।

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া বন্ধু

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া বন্ধু
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া বন্ধু

বন্ধুত্ব কখনো দিনক্ষণের খাতায় হিসাব করে রাখা যায় না
তবুও জন্মদিন একটি বিশেষ দিন
যা আমাদের মাঝে বছরে একবারই আসে
তাই এই বিশেষ দিনে বিশেষ ভালোবাসা নাও বন্ধু
শুভ জন্মদিন।

আল্লাহর রহমত আমার জীবন ভর
আমি শুকুর গুজার করলেও ফুরাবে না
সেই রহমত গুলোর মধ্যে তুমি বন্ধু আমার।
মহান রব্ তোমাকে ভালো রাখুন
তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।
শুভ জন্মদিন।

আল্লাহর কাছে সব সময় চাই
তোমার মঙ্গল হোক
সফলতায় তোমার জীবনটা
ভরে উঠুক –শুভ জন্মদিন বন্ধু।

আল্লাহর অশেষ নেয়ামত এর মধ্যে
নীতিবান সচ্চরিত্র বন্ধু একটি নেয়ামত
যা আমি তোমাকে পেয়েছি বলে অনুভব করছি
তাই তোমার জন্মদিন আমার জন্য
অত্যন্ত খুশির একটি দিন
তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।

বাংলা ফেসবুক স্ট্যাটাস, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, টিপস-এন্ড-ট্রিকস বাংলা, অনলাইন ইনকাম, টেকনোলজি, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা, বাংলা ভাষায় সরাসরি আপডেট পেতে, এই ওয়েবসাইটটি গুগোল নিউজ ফলো করুন। সকল আপডেট গুলো, সবার আগে পেতে, এই লিঙ্কে ক্লিক করুন। Google news link

আমার জীবনে আল্লাহর দেয়া
দামি উপহারের মধ্যে তুমি একটি
তোমাকে জীবন চলার পথে
বন্ধু হিসেবে পেয়ে
আমি কত খুশী তা তুমি জাননা
জন্মদিনের শুভেচ্ছা নিও।

আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া
আরো একটি বছর তোমায় পৃথিবীর
আলো দেখার তৌফিক দান করেছে
যতদিন বেঁচে থাকবে, আল্লাহ তোমাকে
তার ইবাদত করার তৌফিক দান করুন আমিন।

হে সৃষ্টিকর্তার মানব
আজ সেই বিশেষ দিন,
যেদিন তুমি এসেছিলে ধরায়
জানাই তোমায় জন্মদিনের
প্রাণঢালা শুভেচ্ছা,
এই ছোট্ট ছোট্ট কথায়
শুভ জন্মদিন।

এই দিনটা আসে যেন বারবার ফিরে
যেন অনেক স্বপ্ন দেখতে পারি
তোমায় আমায় ঘিরে *শুভ জন্মদিন*।

শুভ জন্মদিন বন্ধু মেসেজ

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

ইতিমধ্যেই আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া ইসলামিক স্ট্যাটাস। আপনাদের জন্য নিচে আরো অনেকগুলো জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস উল্লেখ করা হলো।

যার পৃথিবীতে বন্ধু নেই সে বড় একা
আমার সৌভাগ্য আমি তোমাকে পেয়েছি
তাই আমি খুব একা বোধ করিনা
আজকের এই বিশেষ দিনটিতে
আরও একবার মনে করিয়ে দেই
তুমি আমার সবচেয়ে আপন
শুভ জন্মদিন বন্ধু।

তোর জন্য ভালোবাসা,
লক্ষ গোলাপ-জুই,
হাজার লোকের ভিড়ে,
আমার হৃদয়ে থাকবি তুই,
শুভ জন্মদিন।

আজকের এই দিনে আপনার সুখে ভরা
জীবনের অভ্যর্থনা কে নিমন্ত্রণ জানাই
সুখের যত নবপল্লবে ভরে উঠুক
আপনার পুষ্পশুভিত জীবন
**শুভ জন্মদিন।*******

আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন।
সুস্থতা দান করুন।
আজ এই পৃথিবীতে,
মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের,
ইচ্ছায় তুমি এসেছিলে #শুভ জন্মদিন*।

নতুন সকাল নতুন দিন
নতুন করে শুরু করো
যা যেন কখনো হয়না শেষ
এই জন্মদিনে দিনটি কাটুক বেশ।
*শুভ জন্মদিন।**

আজ তোমার জন্মদিন
জীবন হোক তোমার রঙিন
সুখ যেন হয়না বিলীন
দুঃখ যেন আসে না কোন দিন
শুভ জন্মদিন।

শুভ জন্মদিন বন্ধু
আজকের দিনটি বিশেষ একটি দিন
কারন আল্লাহ রাব্বুল আলামীন
তোমাকে আজকের দিনে
আমাদের মাঝে পাঠিয়েছেন
পৃথিবীর সকল গুণে গুণান্বিত হও
শুভ জন্মদিন।

আসুক ফিরে এমন দিন
হোক না তোমার সব রঙ্গিন
জনম জনম ধরে
তোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দূরে
আশা রাখি জীবনে আনন্দযাত্রায়
কখনোই সত্যের পথ থেকে
যাবেনা সরে – শুভ জন্মদিন।

দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র মনে করে
ততদিন আল্লাহর দয়ায় বেঁচে থাকবে।
তিনি তোমাকে সৎ পথে
চলার তৌফিক দান করুন।
একজন ভালো মানুষ হিসেবে
গড়ে উঠার তৌফিক দান করুন।
আল্লাহ তোমাকে কোরআনের আলোকে
জীবন করার তৌফিক দান করুন।
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার
তৌফিক দান করুন **শুভ জন্মদিন।

শুভ জন্মদিন ফেসবুক স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরো নবীন
ভালোবেসে জানাই তোমায়
শুভ জন্মদিন।

আজ বাতাসের সুবাসিত স্নিগ্ধতা
পাখিরা সারি সারি গাইছে গান
প্রকৃতি হেলেদুলে হয়েছে রঙিন
ফুলেরা সব উঠেছে বাগানে
আজ আমার প্রিয়ার জন্মদিন
শুভ_জন্মদিন।

আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠো
সর্বদা সত্যের পথে থেকে
মিথ্যার বিরুদ্ধে রুখে দাঁড়াও।
মহান সৃষ্টিকর্তা আজকের এই দিনটি যেন
আরো শতবার তোমার জীবনে
নিয়ে আসে। শুভ জন্মদিন।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

আল্লাহ সমস্ত সৌন্দর্য দিয়ে
যেন তোমাকে গড়েছে
তোমার বাহ্যিক সুন্দর্য থেকেও
যেন আত্মিক সৌন্দর্য বেশি হয়
সবসময় সঠিক পথে থেকো
শুভ-কামনা শুভ জন্মদিন।

প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক
জীবনের প্রতিটি মুহূর্ত
নতুন আনন্দের উপহার নিয়ে আসুক
পরীক্ষা জতই আসুক তোমার জীবনে
প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক
শুভ জন্মদিন।

আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে এই দিনটির জন্যে
কারণ আজকের দিনের তুমি পৃথিবীতে এসে
আলোকিত করেছিলে পৃথিবী
তোমাকে বন্ধু হিসেবে পেয়ে আমি অনেক খুশি।
–প্রিয় জন্মদিনের শুভেচ্ছা তোমাকে –শুভ জন্মদিন।

আল্লাহ তোমাকে দীর্ঘায়ু দান করুন
আজকের এই দিনে পৃথিবীর মুখ আলো করে
তুমি জন্মে ছিলে এ ধরায়
আরো হাজার বছর বেঁচে থাকো
মহান আল্লাহর দরবারে এই প্রার্থনাই করি
শুভ জন্মদিন।

মেয়েদের জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস

আমার ছোট জীবনে পাওয়া সুন্দর উপহার তুমি,
কিন্তু জন্মদিনে তোমাকে দেয়ার মত আমার কিছুই নেই,
তাই ভালোবাসা নাও প্রাণের গহীন থেকে।
তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

শুভ জন্মদিন।
আপনার জন্য রইল অশেষ দোয়া ভালোবাসা।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে,
রহম ও প্রশান্তি দান করুন।
বাকি জীবন সুস্থ ও স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক
জন্মদিনের শুভেচ্ছা।

আজকের দিনে যেমন তুমি পৃথিবীতে এসেছিলে
মৃত্যু ও অপেক্ষা করছে এমন কোনো এক দিনের অপেক্ষায়
এটা মনে রেখ, পৃথিবীর প্রতিটি সমস্যার সমাধান করতে হবে
আল্লাহ তোমাকে নেক আমল করার তৌফিক দান করুন আমিন।
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া রইল।

আল্লাহর করুণায় তোমার প্রতিটি দিন কাটুক
নতুন নতুন সুখের আতিশয্যে।
আর তোমার চারিপাশের ছড়িয়ে থাকুক
খুশির নানান আভাস।
শুভ জন্মদিন।

আল্লাহর সবচেয়ে বড় উপহার
আমাদের জীবন।
এখন আমাদের ব্যবহার ও কর্মের
উপর নির্ভর করছে ,
যে আমরা নিজেদের
ভালো থাকার উপহারটা
দিতে চাই কি না।
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া রইল।

জন্ম-মৃত্যু সবকিছু আল্লাহর হাতে
তোমার মতো ভালো একটি মানুষকে
আল্লাহপাক এই দিনে আমাদের মাঝে পাঠিয়েছেন
এর জন্য আল্লাহর কাছে
হাজার হাজার শুকরিয়া আদায় করি
যতদিন বেঁচে আছ
মহান সৃষ্টিকর্তা যেন তোমাকে
তার ইবাদত করার তৌফিক দান করেন
সুখ যেন তোমার জীবন
জুড়ে থাকে সবসময়।
শুভ জন্মদিন।

শুভ জন্মদিন স্ট্যাটাস

জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

পৃথিবীতে কেউ আজীবন বেঁচে থাকবে আসেনা
আজ এই দিনে তুমি আল্লাহর ইচ্ছায়
আমাদের মাঝে এসে ছিলে
আবার তার ইচ্ছাতেই একদিন
মৃত্যুর স্বাদ আস্বাদন করবে
যতদিন বেঁচে আছো
মহান আল্লাহর দাসত্ব করে যাও
তাহলে চিরস্থায়ী সুখের সন্ধান পাবে
তোমার জন্য শুভ কামনা* শুভ জন্মদিন।

জন্মদিনের অনন্য তিথিতে আপনাকে জানাই শুভ কামনা।
পূর্ণ হউক এই জীবনে সকল বাসনা।
ভালো থাকুন আজীবন এত টুকুই প্রত্যাশা।
জীবনের বাকে পূর্ণ হোক আপনার সকল আশা।
জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করছি।
জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া রইল।

মোনাজাতে আল্লাহর কাছে সব সময় চাই
আমার প্রিয়জন ভালো থাকুক।
সেই প্রিয়জনদের মধ্যে তুমিও একজন।
তোমাকে পেয়ে আমি রবের কাছে কৃতজ্ঞ।
ভালোবাসা নিও প্রিয়- শুভ জন্মদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here