গ্যালারি লক করার নিয়ম ২০২৩ । গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোড কিভাবে আপনার ফোনের গ্যালারি ফটো ভিডিও সফটওয়্যার দিয়ে লক করে দিবেন। যাতে আপনার ফোনের গুরুত্বপূর্ণ ভিডিও ফটো কেউ না দেখতে পারে। কি অ্যাপ ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন আজকের পোষ্টে থাকছে বিস্তারিত।
প্রথমেই আপনাকে জানতে হবে মোবাইল গ্যালারি কি মোবাইল গ্যালারি সম্পর্কে আপনার ধারণা না থাকলে তাহলে আপনি হয়তো গ্যালারি লক করা সম্পর্কে জানতে চাইবেন না মোবাইল গ্যালারি হলো মূলত আপনার মোবাইলে যে সমস্ত ফটো ভিডিও থেকে থাকে এগুলো যেখানে গেলে আপনি দেখতে পারবেন ।
আপনার সামনের শো করবে অথবা যে কারো সামনে শো করবে আপনি চাইলেই দেখতে পারবেন বা কেউ চাইলেই দেখতে পারবে সেই মোবাইল থেকেই মূলত মোবাইল গ্যালারি বলে থাকে।
গ্যালারি লক করলে কি হয়
একটি মোবাইলের গ্যালারি যদি লক না থাকে তাহলে আমাদের অনেক পার্সোনাল ছবি ভিডিও মানুষ ফোন হাতে নিয়ে সহজে দেখতে পারে এমনকি দেখা যায় যে আমাদের বন্ধুবান্ধবের কাছে ফোনটি দিয়েছে অথবা কাউকে কথা বলার জন্য ফোন দিয়েছি সে নেয়া মাত্রই আমাদের গ্যালারিতে প্রবেশ করছে এবং আমাদের পার্সোনাল ভিডিও এবং ছবিগুলো সে দেখে নিচ্ছে ।
অথবা আপনার ছোট ছেলে মেয়ে থাকলে তারাও আপনার ফোনের গুরুত্বপূর্ণ ছবি ভিডিও সহজে দেখে নিচ্ছে যদি গ্যালারি লক করেন তাহলে এই ফটোগুলো দেখতে পারবেনা কিভাবে গ্যালারি লক করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো।
গ্যালারি লক সফটওয়্যার ডাউনলোড
গ্যালারি লক করার জন্য বর্তমানে বহু সফটওয়্যার অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমরা সহজে ডাউনলোড করে মোবাইলে ব্যবহার করতে পারি তবে কিছু কিছু মোবাইল লক সফটওয়্যার রয়েছে যেগুলো আমরা ব্যবহার করে অধিক সুবিধা পেতে পারি এর ভিতরে সবচেয়ে ভালো গ্যালারি লক করা সফটওয়্যার গুলো আপনাদের কে আমি জানিয়ে দিচ্ছি।
Safe Gallery Media Lock
Safe Gallery Media Lock গ্যালারি লক সফটওয়্যার এটি একটি মোবাইল গ্যালারি লক করার সফটওয়্যার এটি আপনারা খুব সহজেই গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
ডাউনলোড করার পর ইন্সটল করে আপনি এটি সহজেই ব্যবহার করতে পারবেন এই এপ্স টির মাধ্যমে আপনার ফোনের অডিও গ্যালারি ইমেজ ভিডিও ইত্যাদি সহ সকল ফাইল এই অ্যাপসের সাহায্যে লুকিয়ে রাখতে পারবেন যে কেউ আপনার ফোনটি হাতে নিলেও আপনার পার্সোনাল ফাইলগুলো দেখতে পারবেনা ।

কি কি সুবিধা পাবেন আপনি আবে প্রথমত এই অ্যাপ টি ব্যবহার করলে আপনি সিকিউরিটি হিসেবে যে অপশন গুলো পাবেন।
Pin,Password,Pattern,Fingerprint– এই অ্যাপটি যখন ইন্সটল করবেন তখন কিছু সর্তকতা অবলম্বন করতে হবে আর সেটি হচ্ছে ডিলিট করার অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যাতে কোনরকম ভিডিও ডিলিট না হয় অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকটি অনুসরন করুন।
Secure Gallery
Secure Gallery গ্যালারি লক সফটওয়্যার যে সমস্ত মোবাইল গ্যালারি লক করার সফটওয়্যার রয়েছে এটি তার মধ্যে অন্যতম অ্যাপসটি আপনার মোবাইল ফোনের গ্যালারি সকল কিছুর সিকিউরিটি প্রদান করে যাতে করে আপনার গ্যালারিতে অন্য কেউ আপনার অনুমতি ছাড়া তথ্য চুরি করা অথবা দেখতে না পারে এই অ্যাপসটি দিয়ে আপনি Pin Password Pattern সেট করতে পারবেন।

S Gallery
S Gallery গ্যালারি লক সফটওয়্যার এটি হচ্ছে একটি পাওয়ারফুল মোবাইল গ্যালারি লক করার সফটওয়্যার যেখানে আপনার ছবি এবং পার্সোনাল ভিডিও থাকবে সুরক্ষিত ।
অন্য অ্যাপসের মত এখানেও আপনারা Pin,Password,Pattern,Fingerprint এগুলো সেট করতে পারবেন ।

এই অ্যাপটি ব্যবহার করে আপনারা চাইলে ডার্ক মোড অপশনে ক্লিক করে নিতে পারেন কারণ এই সফটওয়ারটিতে এ অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়েছে এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকটি অনুসরণ করে নিন। Download
মোবাইলে গ্যালারি লক করার সফটওয়্যার ডাউনলোড
মোবাইলে গ্যালারি লক করার সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনে যে সমস্ত পদক্ষেপগুলো অনুসরণ করবেন তা নিম্নে বর্ণনা করা হলো
FOLDER VAULT

আপনারা যদি এই সুবিধা সম্পন্ন অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারি লক করতে চান তাহলে নিচের লিংক অনুসরন করে এক ক্লিকেই ডাউনলোড করে নিন। Download
Hide Something Apps
Hide Something Apps গ্যালারি লক সফটওয়্যার আপনি যদি চান আপনার ফোনের গ্যালারি লক করার জন্য অধিক ভালো মানের একটি গ্যালারি অ্যাপস তাহলে এই অ্যাপটি আপনার জন্য উপযুক্ত হবে বলে আমি মনে করি অন্যান্য সকল অ্যাপস এর মত এখানে আপনি আপনার নিজের মত করে লক গুলো সেট করতে পারবেন।
যা আপনার মিডিয়া ফাইল প্রিমিয়াম ভার্সনে সুরক্ষিত রাখবে এই অ্যাপটি ডাউনলোড করতে নিচের লিংক অনুসরন করুন নিচের ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করুন।
গ্যালারি লক সফটওয়্যার
মোবাইলে গ্যালারি লক করার সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনি আপনার ফোনে যে সমস্ত পদক্ষেপগুলো অনুসরণ করবেন তা নিম্নে বর্ণনা করা হলো:
ধাপ 1
প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন অন করুন।
ধাপ 2
এরপর আপনার মোবাইলে জিমেইল সাইন ইন করুন।
ধাপ 3
এরপর gmail-sign-in হয়ে গেলে আপনার ফোনে অটোমেটিক প্লে স্টোর চলে আসবে এখুনি প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে আপনি গ্যালারি লক যেটি ব্যবহার করতে চান আমাদের ওয়েবসাইট থেকে দেখে সে টি লিখে সার্চ করুন।
ধাপ 4
এবার আপনি যে সফটওয়্যারটি ব্যাবহার করতে চাইছেন সেটি ডাউনলোড করে ফোনে ইন্সটল করে নিন।
ধাপ 5
ডাউনলোড করার পর আপনার মোবাইলে অ্যাপটি ইন্সটল করে নিন।
ধাপ 6
ইনস্টল করার পর আপনার মোবাইলে এবার আপনি অ্যাপটি ওপেন করুন সেখানে অনেক দিক নির্দেশনা দেওয়া থাকবে যে নির্দেশনা অনুযায়ী কাজ করলে আপনি আপনার মোবাইলের গ্যালারি সম্পূর্ণ লক করতে পারবেন।
কিভাবে মোবাইল গ্যালারি লক করা যায় FAQ:
Q:গ্যালারি লক করার সফটওয়্যার ব্যবহার করলে মোবাইলের তথ্য সুরক্ষিত থাকবে কি?
A:মোবাইল গ্যালারি লক করতে আপনি যেভাবে এড গুলো ব্যবহার করবেন এটি আপনার মোবাইলের যত তথ্য ভিডিও অডিও ছবি সমস্ত বিষয় সংরক্ষিত রাখতে সক্ষম।
Q:গ্যালারি লক সফটওয়্যার ব্যবহার করলে ফোনের তথ্য হ্যাক হবে কি?
A: আপনি যদি এক্ষেত্রে গুগল প্লে স্টোরের পরীক্ষিত অ্যাপ গুলো যেমন আমরা যে অ্যাপগুলো আপনাদেরকে সাজেস্ট করেছি এগুলো ব্যবহার করেন এবং প্রত্যেকটি আবের আবের অ্যাপসের কমেন্ট গুলো দেখেন রিভিউ দেখেন মানুষ এই অ্যাপটি ব্যবহার করে কেমন REVEW দিয়েছে তাহলে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে আপনার ফোনের প্রত্যেকটি তথ্য 100% সুরক্ষিত থাকবে।
Q:গ্যালারি লক সফটওয়্যার ফ্রিতে পাবো কি?
A: আপনার মোবাইল ফোনের গ্যালারি লক করতে যে ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় এর বেশিরভাগ সফটওয়ারগুলো আপনি প্লে স্টোরে ফ্রিতে পাবেন শুধু মাত্র আপনার ইন্টারনেট ডাটা থাকলে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে আপনার ডাউনলোড করার এমবির প্রয়োজন হবে এরপর আপনার আর কোন ব্যয় হবে না অথবা কোন টাকা পেইড করতে হবে না।
গ্যালারি লক এর সর্বশেষ
বন্ধুগণ আজকের Post জুড়ে আমরা আপনার মোবাইল ফোনের গ্যালারি ভিডিও ছবি অডিও গুরুত্বপূর্ণ ফাইল লক করা সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনি এই পোস্ট থেকে পরিপূর্ণভাবে ধারণা নিতে পেরেছেন এবং আপনার মোবাইল ফোনের গ্যালারি লক করতে সক্ষম হবেন পোস্টটি ভালো লাগলে আপনারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি।